UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ক্ষতিগ্রস্ত বাদ পড়া খামারীদের প্রণোদনায় তালিকাভুক্তির আহ্বান

ঊষার আলো
মে ২, ২০২১ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মহামারী কোভিড-১৯ করোনায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি-ডেয়ারী খামারীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্রদান থেকে প্রথমে বাদ পড়া গরু, সোনারী লেয়ার, ব্রয়লার মুরগী ও হাঁসের খামারীদের নাম অন্তর্ভুক্তির জন্য স্ব-স্ব উপজেলা, মেট্রো ও জেলার প্রাণিসম্পদ কর্মকর্তার অফিস ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বিপিআইএ-এর বিভাগীয় অফিস ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ সত্বর যোগাযোগ করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন সমিতির কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, খুলনার সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শামসুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।
সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ প্রণোদনা উপহার বাস্তবমুখী ও সমায়োপযোগী উদ্যোগে প্রাপ্ত অর্থ খামারীদের নিজস্ব মোবাইলে বিকাশ-নগদের মাধ্যমে পায়। যা খামারীদের ফেরত দেয়া লাগবে না। এজন্য প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-সচিব-কর্মকর্তাদের খামারীদের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান হয়।

(ঊষার আলো-এমএনএস)