ঊষার আলো প্রতিবেদক : খুলনার ফুলতলা উপজেলায় মৎস্য ঘেরের নিরাপত্তাকর্মী কুদ্দুস শেখ হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে, পেনাল কোড ১৮৬০ এর ২০১ ধারায় প্রত্যেককে ৭ বছর সশ্রম কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (২৯ মার্চ) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, ফুলতলার বেগুনবাড়ি পশ্চিম পাড়া গ্রামের মাহবুব মোল্ল্যা (৩০), তার পিতা সিদ্দিক মোল্ল্যা (৫০) ও বেগুনবাড়ি পূর্বপাড়া গ্রামের আনছার মোড়লের পুত্র ইসরাইল মোড়ল (৩৫)।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৪ সালের ১৭ মে সন্ধ্যা ৭ টায় ফুলতলা উপজেলার বেগুনবাড়ি গ্রামে ভিকটিম কুদ্দুস শেখকে স্যালো মেশিন মেরামতের কথা বলে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর থেকে ১৮ মে সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোন সময়ে কুদ্দুসকে হত্যা করে সোহরবের ঘেরে ফেলে রেখে যায় আসামিরা। এঘটনায় নিহতের ভাইপো রফিকুল ইসলাম বাদী হয়ে মাহবুব মোল্লা, ইসরাইল ও সিদ্দিক মোল্লা সহ আরও ২/৩ জন অজ্ঞাতনামাদের আসামি করে ফুলতলা থানায় মামলা দায়ের করেন । একই বছরের ৭ ডিসেম্বর আদালতে চার্জ শীট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্য দিবসে সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার সংশ্লিষ্ট আদালতের বিচারক এরায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. এনামুল হক।
(ঊষার আলো-আরএম)