UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

ঊষার আলো
আগস্ট ১৩, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।ছিনতাই হওয়া ইজিবাইকটি এরইমধ্যে উদ্ধার করেছে পুলিশ।

এদিকে শনিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে ১৮ নং ওয়ার্ডের আলী ক্লাবের উল্টো দিকের দারুস সালাম মসজিদের পাশের একটি কচুরিপানার ডোবা থেকে নয়নের ( ১৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বটিয়াঘাটার ইজিবাইক চালক নয়নকে মেরে ইজিবাইক নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। পথে আমাদের টহল পুলিশ ইজিবাইকসহ ২ জনকে আটক করেছে। আটককৃতদের নাম পরিচয় পরে জানানো হবে। শুক্রবার (১৩ আগস্ট) রাতের কোনো এক সময় আটককৃত নয়নকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

ঊষার আলো-এসএ