UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় চিংড়িতে অপদ্রব্য পুশ, লাখ টাকা জরিমানা

pial
নভেম্বর ১০, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাবের অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে খুলনার মেসার্স ইমন এন্টারপ্রাইজের মালিক মোঃ মিন্টু চৌধুরীকে এই জরিমানা করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া জেলিপুশ করা ১৫০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়।

র‌্যাবের সূত্র জানায়, বুধবার রাতে পর্যন্ত র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল রূপসা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাসের সমন্বয়ে খুলনা শহরের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারায় মেসার্স ইমন এন্টারপ্রাইজ এর মালিক মোঃ মিন্টু চৌধুরীকে (৪৮) ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মৎস্য আড়ৎ হতে অপদ্রব্য (জেলী) পুশকৃত ১৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়। জব্দকরা অপদ্রব্য পুশকৃত চিংড়ি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষনিক প্রদান করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)