UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জেএমিবি বিভাগীয় প্রধানের ২০ বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা

koushikkln
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেএমবি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওরফে সাব্বিরকে ২০ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) খুলনা অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক এসএম আ‌শিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর রাতে র‌্যাব সদস্যরা খুলনার মিয়াপাড়া থেকে জেএমবি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বিরকে আটক করে। জিয়াউর নাটোর জেলার বাঘাতিপাড়া উপজেলার মাইরখোলা এলাকার গেদু মোল্লা ওরফে গেদু মিস্ত্রির ছেলে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জঙ্গিবাদের সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করে। এরপর তাঁর দেখানো স্থান থেকে র‌্যাব দৌলতপুর থানাধীন রৈবরাগীপাড়া যশোর ছাত্রাবাসের একটি কক্ষ হতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ৩০ ডিসেম্বর রাতে র‌্যাবের ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে দৌলতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। ২০০৬ সালের ১৯ জানুয়ারি দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হক সরকার তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিভিন্ন কার্যদিবসে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।