UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু

koushikkln
মার্চ ৭, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনায় তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা শুরু বাংলাদেশ শিল্পকলা একাডেমি।  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশরে উদ্যোগে খুলনায় তিন দিনব্যাপী অভিনয়কর্মশালা শুরু হয়েছে।

সোমবার সকালে খুলনা জেলা শিল্পকলাএকাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনেরখুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফ খান, সম্মিলিত সাংস্কৃতি জোট খুলনার সাধারণসম্পাদক শরিফুল ইসলাম সেলিম ও বিশিষ্ট নাট্য প্রশিক্ষক ফজলুর রহমান পলাশ উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তৃতা করেন।

তিন দিনব্যাপী অভিনয় প্রশিক্ষণেরউদ্বোধন করে মকবুল হোসেন মিন্টু নাটকের মাধ্যমে স্বাধীনতার সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধেরচেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য নাট্যশিল্পীদের প্রতি আহবান জানান। কর্মশালায় খুলনাবিভাগের ৩০জন নাট্য শিল্পী অংশ নিচ্ছেন।  খুলনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা এই কর্মশালার সমন্বয়কারীহিসেবে দায়িত্ব পালন করছেন।