UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় দুই হাসপাতালে আরও ৭ মৃত্যু

ঊষার আলো
আগস্ট ১৭, ২০২১ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ে চিকিৎসাধীন অবস্থায় এদের মৃত্যু হয়।
সূত্র জানায়, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, সোনাডাঙ্গার অমল রায় (৬৮), নাহিদ নিয়াজি (৩০), আড়ংঘাটার ফাতেমা (৬৫), বাগেরহাটের ফকিরহাটের ওলিয়ার রহমান (৫৫), রামপালের জাহানারা বেগম (৬০) এবং নড়াইলের কালিয়ার ইবাদত শেখ (৫৫)।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, নগরীর ছোট বয়রা ডক্টরপাড়ার ইমদাদুল ইসলাম (৬৫)। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।

(ঊষার আলো-আরএম)