UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দৈনিক ইত্তেফাকের ৭০তম বর্ষ পদার্পণ উদযাপন

koushikkln
ডিসেম্বর ২৪, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিভাগীয় শহর খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৭০বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্থানীয় বু্যুরো অফিসের উদ্যোগে শোভাযাত্রা, সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, মল্লিক সুধাংশু, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, দৈনিক তথ্যের সম্পাদক মো. হাবিবুর রহমান, খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) উপদেষ্টা শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, সিনিয়র সাংবাদিক মো. আব্দুল হালিম, আনিস্জুামান, শাহ আলম, ওয়াহিদুজ্জামান বুলু, সোহরাব হোসেন, মাহবুবুর রহমান মুন্না, রফিউল ইসলাম টুটুল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, কৌশিক দে, সুমন্ত চক্রবর্তী, তরুণ চক্রবর্তী বিষ্ণু, অভিজিৎ পাল, শামীম আশরাফ শেলী, প্রবীর বিশ^াস, জাহিদুল ইসলাম বাপ্পী, খুলনা পিআইডির কর্মকর্তা সুলতান আহমেদ, জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ড. জাকারিয়া জাকির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক হুমায়ুন কবির ববি, গ্লোবাল খুলনার সভাপতি শাহ মামুনুর রহমান তুহীনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক। এ সময় ডুমুরিয়া সংবাদদাতা জিএম আব্দুস ছালাম, ইত্তেফাকের ফটো সাংবাদিক দেবব্রত রায়, অফিস সহকারী তারিকুল আলম উপস্থিত ছিলেন।