ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, পদ্মা সেতু হোল, এ অঞ্চলে উন্নয়নের কথা হচ্ছে। সরকারের কাছে জানতে চাই, খুলনায় পাটকল চালুসহ এ অঞ্চলে শিল্প-কৃষি উন্নয়ন হবে কবে ? তিনি বলেন, পদ্মা সেতুর সুফল যাতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ পায়, তারজন্য কৃষি শিল্পের উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষার অগ্রগতি এবং কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে। এ বছর ব্যাপকভাবে তরমুজ উৎপাদন করে কৃযক দাম পায়নি। লোকসানের দায় কৃষককে নিতে হয়েছে। তিনি কৃষকের এ ক্ষতিপূরণের দাবি জানান।
রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের অধিকাংশ মানুষের আয় কমে গেছে, কিন্তু নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এ অবস্থায় থেকে সাধারণ মানুষকে বাঁচাতে রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের মজুদ, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। তিনি বলেন, সারা দেশে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে, গণতন্ত্রহীন পরিবেশে সাম্প্রদায়িক অপশক্তির অন্ধকারের অপশক্তি বেড়ে উঠছে। এই অবস্থায় নীতিনিষ্ঠ রাজনৈতিক দল সিপিবি-সহ বামপন্থীদের বিকল্পশক্তি সমাবেশ গড়ে তুলে চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে হবে।
শুক্রবার (১ জুলাই ) সকাল ১১টায় লোয়ার যশোর রোডস্থ সিপিবি খুলনা জেলা কার্যালয়ে জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমরেড রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশিদ, সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড অ্যাড. চিত্ত রঞ্জন গোলদার, কমরেড কিশোর রায়, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড অ্যাড. এম এম রুহুল আমিন, সিপিবি নেতা কমরেড আশোক সরকার, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড অরুণা চৌধুরী, কমরেড সমীরণ গোলদার, কমরেড কিংশুক রায়, কমরেড শাহিনা আক্তার, গাজী আফজাল হোসেন, অ্যাড. শিশির সরকার, প্রশান্ত মন্ডল, হাবিবুর রহমান, গাজী আলাউদ্দিন, মোস্তাইন গাজী প্রমুখ।
সভায় আগামী ৩১ জুলাই কমরেড রতন সেন-এর হত্যাবার্ষিকী ও জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়। সভায় পশুর নদীতে বালি উত্তোলন করে কৃষিজমি ভরাট বন্ধে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বটিয়াঘাটার শোলমারী-শালতা নদী খননের দাবী জানানো হয়।