ঊষার আলো প্রতিবেদক : দেশী বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র ও সমন্বহীনতা এবং পশুখাদ্য-ঔষধ-উপকরণের অস্বাভাবিকহারে মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ পোল্ট্রি শিল্প বাঁচাতে ১৩ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বেলা ১২টায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন।
সম্প্রতি ডিম ও মাংশ কারসাজির জন্য দেশের কর্পোরেট কোম্পানি কাজী ফার্ম, আফতাব বহুমুখী ফার্ম, প্যারাগন গ্রæপ, নারিশ, আফিল, ডায়মন্ড এগ, সিপি কোম্পানি, এসিআই, সাগুনা ফুড এন্ড ফিডসকে দায়ী করেন।
তিনি বলেন, বর্তমানে চাহিদার অতিরিক্ত মুরগির মাংস ও ডিম উৎপাদন হওয়া এবং বিদেশে রপ্তানি করতে না পারায় প্রান্তিক উৎপাদক খামারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিদেশী বৃহৎ কতিপয় কোম্পানি ও পোল্ট্রি ডেয়ারী শিল্পের সেবার নামে ক্ষুদ্র, মাঝারী খামারী-ব্যবসায়ী ও ভোক্তা সাধারণকে ঠঁকিয়ে অবৈধভাবে মুরগীর বাচ্চা, খাদ্য ও ঔধুধসহ বিভিন্ন ভ্যাকসিনের মূল্য অযৌতিক ভাবে বৃদ্ধি করে খামারীদের সর্বনাশ করে নিজেরা লাভবান হচ্ছে। অপরদিকে মৎস্য ও পশুখাদ্যকে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের মানসনদে চলার আইনকে পাশ কেটে আবারও নতুন ভাবে বিএসটিআই এর সাম্প্রতিক নির্দেশনা বাতিল করতে হবে।
খামাররিা সরকারি ত্রাণে উপহার হিসেবে ডিম, মাংস, মাছ ও দুধ অন্তর্ভুক্তপূর্বক বিতরণের ব্যবস্থা করা, স্কুল ফিডিং ও স্কুল মিড-ডে মিলে দুধ-ডিম অন্তর্ভুক্ত করা, শিল্পটির ওপর করারোপ, আগ্রীম শুল্ক ও ট্যাক্সসহ অযৌতিক আইন প্রত্যাহার করা করতে হবে। একই সাথে খুলনাসহ বিভাগের সকল জেলায় কৃষিজ ভিলেজ লাইভ স্টকের আদলে পাইকারী মুরগীর ডিম-খাদ্যের বাজার স্থাপন, জেলা প্রাণিসম্পদ অফিসের অধীনে মহানগরীর ৩১টি ওয়ার্ডে মেট্রো থানা প্রাণিসম্পদের আরও তিনটি অফিস স্থাপন, জনবল বৃদ্ধি, আধুনিক ডায়াগনস্টিক ল্যাবসহ প্রয়োজনীয় অবকাঠামো ও যানবাহনের ব্যবস্থা করা হোক।
খামারীরা জানান, সরকার যদি দ্রæত সময়ের মধ্যে এসব উদ্যোগ গ্রহণ না করে তাহলে অচিরেই দেশে মুরিগির মাংস ও ডিমের ঘাটতি দেখা। তখন মানুষকে চড়া মূল্যে এসব পণ্য কিনে খেতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মাওলানা ইব্রাহীম ফয়েজুল্লাহ, উপদেস্টা এস এম ওবায়েদুল্লাহ, সহ-সভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকম এস এম হাফিজুর রহমার লিপু, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলাল উজ্জামান, নির্বাহী সদস্য আব্দুল হালিম শেখ ও শাহ্ জাফর মাহমুদ প্রমুখ।