UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালিত

koushikkln
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভাইস চ্যান্সেলর ড. মিহির রঞ্জন হালদার।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা প্রফেসর ড. সোবহান মিয়া, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, রেজিস্টার প্রকৌশলী আনিসুর রহমান ভুইয়া, প্রধান প্রকৌশলী এবি এম মামুনুর রশীদ ।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হীরামনি শাহীতাজের সভাপতিত্ত্বে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার খান জাহান আলী থানা শাখার সভাপতি শেখ ইসলামুল হক, সাধারণ সম্পাদক রুবায়েত ঢালী, খুলনা মহানগর শাখার সহ সভাপতি শেখ জামাল হোসেন প্রমুখ।