ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ছাত্র মৈত্রী’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ০৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বাংলাদশের ওয়ার্কার্স পার্টি খুলনা’র কার্যালয়ে খলনা জেলা ছাত্র মৈত্রীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িকমুক্ত বিজ্ঞানভিত্তিক একমুখী শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে হবে। তারা বলেন, ঘুষ, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে জনগণের অর্থ আত্মসাত, লুটপাটকারীদের বিচারের আওতায় আনতে হবে। বক্তারা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্র মৈত্রীর পতাকাতলে সমবেত হতে উদাত্ত আহ্বান জানান।
ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করমেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড ফারুখ-ইল-ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড খলিলুর রহমান, বাংলাদেশ যুব মৈত্রীর খুলনা জেলা সহ-সভাপতি কমলেশ মল্লিক। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রীর সরকারি ব্রজলাল কলেজের আহ্বায়ক শুভঙ্কর সানা, যুগ্ম আহ্বায়ক শ্যামসুন্দর মন্ডল, খালিশপুর থানা সভাপতি আব্দুর রহমান শান্ত, সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত চৌধুরী, ছাত্রনেতা রিসাত, শ্রাবণ, হৃদয়, আকাশ, ইন্দ্রজিৎ মন্ডল প্রমুখ।