UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ভোজ্যতেলের অবৈধ মজুদ অভিযানে জরিমানা আদায়

koushikkln
মে ১২, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ভোজ্য তেলের অবৈধ মজুদের সন্ধানে অভিযান শুরু করেছে র‌্যাব-৬ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টার দিকে এ অভিযান শুরু হয়। খুলনার বড় বাজারে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযানের নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

অভিযানকালে সাহা ট্রেডার্সে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল তেল মজুদ পাওয়া যায়।এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিলিপ কুমার সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল মজুদ পাওয়া যায়।এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রদীপ সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার পাম অয়েল পাওয়া যায়। সেখানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

র‌্যাব জানায়, কৃষি বিপণন মজুদ আইন অনুযায়ী ৩০ মেট্রিক টনের বেশী তেল মজুদের সুযোগ নেই। ভোক্তা স্বার্বথ রক্ষায় তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।