UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১৭ মামলা

usharalodesk
মার্চ ২৩, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনায় করোনা সংক্রমণ বাড়তে থাকার ফলে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) খুলনার ডাক বাংলা, শিববাড়ি, সার্কিট হাউজ মোড়, নিউমার্কেট, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, খালিশপুর, দৌলতপুরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে ৯টি উপজেলায় নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাস্ক পরিধান না করায় ১১৭টি মামলায় মোট ৫০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন, ২০১৮’ ও ‘দণ্ডবিধি, ১৮৬০’ বিধান অনুসারে এই শাস্তি প্রদান করা হয়।

জানা গেছে, খুলনায় হঠাৎ করেই বেড়েছে করোনার সংক্রমণ। গত ৭দিনে খুলনায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৯ জন। এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৫৫৮ জন। তার মধ্যে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় আক্রান্ত হন ৬ হাজার ৪৪ জন।

(ঊষার আলো-এফএসপি)