UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় মাদক ও বিক্রির টাকাসহ ৩ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
জানুয়ারি ১১, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কেএমপির মাদক বিরোধী অভিযানে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৮ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা দায়ের হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ এবং ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত বিক্রেতারা হলেন, সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকার আছিয়া বেগম (৫৫), ডুমুরিয়া উপজেলার চেচুরি খানপাড়া গ্রামের মোঃ রকিবুল হাসান শুভ ওরফে বাবু (২৪) এবং যশোর জেলার কেশবপুর উপজেলার সানতলা গ্রামের বাসিন্দা সঞ্জিত কুমার কুন্ডু (৩১)।

কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সোনাডাঙ্গা মডেল ও আড়ংঘাটা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৮ হাজার ৭শ’ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।