ঊষার আলো ডেস্ক : খুলনায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভা শনিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসনসহ নাগরিক সমস্যা লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মতবিনিময় ও জনসচেতনতা গড়তে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফোরামের যুগ্ম আহবায়ক ও জেলা আওয়ামী লীগ নেতা জোবায়ের আহম্মেদ খান জবার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহবায়ক নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, জেলা বিএনপির নেতা আব্দুর রশিদ, নারী নেত্রী রেহেনা আখতার, হোসনে আরা চম্পা, বিএনপি নেতা এ এইচ এম মেহেদী দিপু, সাংবাদিক কৌশিক দে, রাজনীতিক মিজানুর রহমান জিয়া, অ্যাডভোকেট হালিমা খাতুন শিউলী, মোসা: জেসমিন সুলতানা, হালিমা খাতুন শিউলী প্রমুখ।