UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় র‌্যাবের অভিযানে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার

koushikkln
আগস্ট ১৫, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা রবিবার (১৪ আগস্ট) র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার তেরখাদা থানাধীন দক্ষিণপাড়া (নতুন বাস স্টান্ড) এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাজু শেখ(৩২)কে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, র‌্যাব জানতে পারে খুলনা জেলার তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অবস্থান করছে। র‌্যাবের আভিযানিক দলটি রবিবার রাত পৌনে ১১টার দিকে অভিযান চালায়। এ সময় দেশীয় তৈরী ০১(এক)টি ওয়ান শুটারগানসহ রাজু শেখকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার তেরখাদা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।