UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় লায়ন্স ক্লাবের পাঁচ টাকায় ঈদের কাপড়

pial
মে ২, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : মাত্র পাঁচ টাকা মূল্যে রবিবার বিকেলে দরিদ্র শিশুরা “খুলনা লায়ন্স ক্লাব” থেকে ঈদের নতুন কাপড় কিনেছে। দেয়ালে ঝুলিয়ে রাখা প্যান্ট-শার্ট আর ফ্রকের মধ্য থেকে ওরা নিজেরাই নিজেদের কাপড়টি পছন্দ করে, মাত্র পাঁচ টাকা দিয়ে কিনেছে। এটা আর কিছু নয়, ওদের আত্মমর্যদার প্রতি সম্মান দেখানো। শুধু হাত পেতে কিছু নেয়া নয়, ওদেরও যে আত্মমর্যদা আছে এই বোধটাকে জাগিয়ে তুলতেই আমাদের এ ছোট্ট প্রয়াস। ক্লাবের নেতা এড. কুদরত ই খুদা এ তথ্য জানান। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যেই “খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালে” শিশুচিকিৎসা বিভাগ চালু হতে যাচ্ছে। দরিদ্র শিশুদের কাছ থেকে পাওয়া যৎসামান্য এই টাকা আমাদের কাছে কোটি টাকার সমান। শিশু বিভাগ চালু করতে আমরা ওদের কাছ থেকে পাওয়া এই সামান্য টাকা আনন্দ চিত্তে খরচ করবো। ওরাই হচ্ছে আমাদের প্রথম সাহায্য দাতা। আমাদের অনুপ্রেরণা। বাকি যা কিছু প্রত্যাশা সবই আপনাদের কাছে, যাদের হাত মানব সেবায় প্রসারিত।