UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় লিগ্যাল এইড কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা

koushikkln
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খুলনা জেলা জজ আদালত ভবনে লিগ্যাল এইড কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার জনাব প্রবীর কুমার দাস (সিনিয়র সহকারী জজ)। ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি ও রপান্তর পরিচালিত পিপিজে প্রকল্পের আওতায় এই সভাটির আয়োজন করা হয়।সভাটি পরিচালনা করেন পিপিজে-খুলনা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়।

সভায় খুলনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সরকারী আইনী সেবাগ্রহীতাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি সরকারী আইনী সেবাগ্রহীতাদের আইনী পরামর্শ ও তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে শোনার পর তাদের সেগুলি সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বর্তমানে যাদের মামলা চলমান আছে তাদের মামলা পরিচালনা করতে কিকি সমস্যা হচ্ছে সে বিষয়ে তিনি উপস্থিত সকলের নিকট থেকে অবগত হন এবং সৃষ্ট সমস্যা সমাধানের আশ^াস প্রদান করেন। তিনি বলেন সরকার বর্তমানে লিগ্যাল এইড কার্যক্রমকে সকলের অবগত করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। পিপিজে প্রকল্প সরকারের এই কার্যক্রম সকলের মাঝে প্রচারের জন্য কাজ করছে। আমি এই কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করছি।