ঊষার আলো ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় খুলনা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনির সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালযের সভাপতি সাবেক ছাত্রলীগ নেত্রী আফরোজা জেসমিন বিথী, প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এম এম তাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সহ সভাপতি মাইনুল হাসান রনি, প্রকৌশলী আল মামুন চৌধুরী, মোঃ বাইতুল ইসলাম.কামাল হোসেন বেপারী, রামিজ রেজা, মো: এনামুল ইসলাম, এস এম সাইদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আরাফাত রাহিব, এম আহমেদ রিজভী সোহান, মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইসহাক হোসেন ইমু, মো: ইমরান হোসেন সোহেল,দপ্তর সম্পাদক মো: মাহফুজুল আলম সুমন, জেলার প্রচার সম্পাদক মিঠুন ঢালী, মহানগর প্রচার সম্পাদক মো: মইনুল হোসেন মৃদুল, আইন বিষয়ক সম্পাদক নিরব শেখ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো: রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক অমিত বালা, সাংস্কৃতিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম উপ প্রচার সম্পাদক রাহুল তরফদার, উপ তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ আমানত সাবির, উপ-আইন বিষয়ক সম্পাদক কামরুল হুদা, মহিলা সম্পাদিকা- লতিকা বিশ্বাস, উপ-মহিলা সম্পাদিকা (মহানগর) সেলিনা আক্তার, উপ-মহিলা সম্পাদিকা (জেলা) ইতিশা মন্ডল, সদস্য মো: সম্রাট হাওলাদার সাকিব হোসেন গাজী, মো: সাজিদুর রহমান,মো: ফাহিম হাবীব, নিত্যানন্দ মহালদার, ফিরোজ আলম নিত্যানন্দ বালা,ডা. গোপাল রায়,আজাদ প্রমুখ।
এর আগে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়।