ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নারী সেল খুলনা’র উদ্যোগে ০৮ মার্চ, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিপিবি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি নারী সেল নেত্রী দীপু ম-লের সভাপতিত্বে এবং নারী নেত্রী জাহানারা আক্তারীর সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, মিনু ম-ল, শাহীনা আক্তার, রেখারানী কু-ু, গৌরী হালদার, জুবাইদা খানম, বেবী বিশ্বাস, সিপিবি মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা কমরেড এম এ হান্নান, কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এ্যাড. এম এম রুহুল আমিন, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড কিংশুক রায়, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড হুমায়ুন কবির, কমরেড বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুন, কমরেড ওয়াহিদুর রেজা বিপলু, কমরেড এ্যাড. সুব্রত কু-ু, যুবনেতা আফজাল হোসেন রাজু, শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ছাত্রনেতা নাহিদ হাসান, মানসুরা খাতুন প্রমুখ।