ঊষার আলো ডেস্ক : দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলনার ঐতিহ্যবাহী শিববাড়ি মোড় পাবলিক হল (সাবেক জিয়া হল) মাঠে আগামী ১৬ ডিসেম্বর হতে মাসব্যাপী “বিজয় মেলা” ২০২২ শুরু হবে। এ উপলক্ষে বুধবার দুপুরে মেলা মাঠ প্রাঙ্গণে দোয়ার আয়োজন করা হয়। এর আগে মাঠে বাঁশের খুটি পুতে মেলার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সার্বিক পরিচালনায় ছিলেন মেসার্স চামেলি ট্রেডার্স খুলনার প্রোপাইটার মোঃ রাসেল মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন মহানগর আ’লীগের উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ,শাকিল মালিক, সাবেক যুবলীগ নেতা মুন্সি নাহিদুজ্জামান, এম এ বাশার, শহিদুল ইসলাম শহিদ, রফিকুল ইসলাম ডাবলু, নাজমুল হক মুকুল, সুমন শরীফ, সোহাগ খান, তারিকুল ইসলাম, শামীম ওসমান, আকাশ, নুর ইসলাম, ফয়সাল প্রমুখ।
উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে এ যাবৎ খুলনায় সকল মেলা বন্ধ রয়েছে। এ মেলা উদ্বোধনের মধ্য দিয়ে খুলনায় আবারো শুরু হলো হরেক ধরণের মেলা।