ঊষার আলো ডেস্ক: খুলনা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও ২০২৩-২৪ সালের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুর দেড় টার দিকে বয়রা মহিলা কলেজ অডিটরিয়ামে সমিতির সভাপতি অ্যাড. জি এম গোলাম রসুলের সভাপতিত্বে এই সভা অনু্িঠত হয়। সভার সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মোঃ রোকনুজ্জামান। সভায় সকলের কণ্ঠভোটে ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট পাস করা হয়। সভার বিবিধ আলোচনায় খুলনা কর আপীল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুন্সি হারুন-অর-রশিদের ব্যক্তিগত আচরণ ও বিচার কার্যক্রম বিচারক সুলভ নয় বলে আইনজীবীগণ দাবী করেন। তারা আরও অভিযোগ করেন মুন্সি হারুন-অর-রশিদ মামলার যৌক্তিকতা বা গভীরে না গিয়ে একতরফা ও বেআইনীভাবে মামলার রায় প্রদান করেন। যা রাজস্ব আদায় ও আপীলকারী করদাতার জন্য ক্ষতিকর। এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থিত সকল আইজীবী সম্মতি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, অ্যাড. মোঃ নজরুল ইসলাম হাওলাদার, শেখ মোঃ আমির হামজা, আব্দুর রহমান, এ্যাড. লতিফর রহমান লাবু, শিবদাস মিত্র, অ্যাড. প্রহলাদ রায়, বিকাশ মন্ডল, মোঃ সোহাগ, শেখ শফিকুল ইসলাম, অ্যাড. মোঃ আমিনুর রহমান, অ্যাড. মোঃ মজিবর রহমান, মোঃ কামাল হোসেন, অ্যাড. এবিএম মোস্তফা জামান, অ্যাড. এম হারুন অর রশিদ, এম নুরুল ইসলাম, অ্যাড. মোঃ মহসীন কবির দুলু, অ্যাড. শারমিন আক্তার লাকী, বিমল সাহা প্রমুখ।
ঊআ-বিএস