UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত কমিটি গঠন

ফুলবাড়ীগেট প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার আড়ংঘাটা থানাধিন তেলিগাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দূনীতি-স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রশিক্ষণার্থীদের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার,

প্রশিক্ষণের কাঁচামালের অর্থ আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, অধিনস্তদের বিভিন্ন ভাষায় গালিগালাজসহ হুমকি-ধামকি ও শারীরিকভাবে লাঞ্চিত করাসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিএমইটি(ঢাকা)’র পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ আকরাম আলী এবং বিএমইটি(ঢাকা)’র উপ-পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ রফিকুল ইসলামের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসচিব (পরিচালক-প্রশাসন ও অর্থ) কাইজার মোহাম্মদ ফারাবী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ প্রদান করা হয়।

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দূনীতি-স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রশিক্ষণার্থীদের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার করা, প্রশিক্ষণের কাঁচামালের অর্থ আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, গেষ্ট টেইনাদের দীর্ঘ ২৩ মাস যাবৎ পি ডি ও সম্মানী প্রদান না করে প্রায় ৭ লক্ষ টাকা উত্তোলন করে ব্যক্তিগত কাজে খরচ,

প্রশিক্ষনের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার, প্রশিক্ষণার্থীদের কাঁচামালের অর্থ আত্মসাৎ, প্রতিষ্ঠানের একজন নারী গেষ্ট টেইনারের সাথে অনৈতিক সম্পের্ক, অধিনস্তদের সাথে সার্বক্ষনিক সন্ত্রাসীমুলক আচার-আচারন,

গালিগালাজ ও শারিরিক ও মানুষিকভাবে লাঞ্চিত করাসহ বিভিন্ন্ অভিযোগ এনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে দ্রুত সময়ে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে প্রতিষ্ঠানের ৪৭ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ মহাপরিচালকের বরাবর প্রেরণ করা হয়।

একই সাথে প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকান্ড সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করতে অবিলম্বে অধ্যক্ষকে অপসারণ সহ তার বিরুদ্ধে উঠে আসা সকল অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে গত ৭/১২/২০২৩ তারিখ থেকে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অনিদিষ্টকালের শান্তিপুর্ণ অবস্থান কর্মসুচি পালন করে।

প্রতিষ্ঠানের অচল অবস্থার প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর রবিবার বিএমইটি(ঢাকা)’র পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ আকরাম আলী এবং বিএমইটি(ঢাকা)’র উপ-পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ রফিকুল ইসলামের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।