UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা কোর্ট রিপোর্টার ইউনিটি গঠন

koushikkln
মার্চ ৫, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার আদালতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সমন্বয়ে “কোর্ট রিপোর্টার ইউনিটি” গঠন করা হয়েছে। শনিবার ( ৫মার্চ ) ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সর্ব সম্মতিক্রমে ৭সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। আগামী ৩বছর এ কমিটির মেয়াদকাল থাকবে।

কমিটি নি¤œরুপ সভাপতি এম এ জলিল (দৈনিক খুলনাঞ্চল), সহ সভাপতি প্রবীর কুমার বিশ্বাস (দৈনিক খুলনা), সাধারন সম্পাদক সোহাগ দেওয়ান (দৈনিক সময়ের খবর), যুগ্ম সম্পাদক এড. মাসুম বিল্লাহ (খুলনা প্রতিদিন ডট কম), কোষাধ্যক্ষ এড. মামুন খান (দৈনিক জন্মভুমি), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মোঃ আউয়াল শেখ (প্রবর্তন), কার্যনির্বাহী পরিষদ মেম্বার মোঃ রায়হান  মোল্লা (দৈনিক প্রবাহ)।