UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সুবীর রায় স্মরণ সভা 

koushikkln
সেপ্টেম্বর ৪, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সুবীর রায়’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু’র পরিচালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুবীর রায়ের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর তার সাংবাদিকতার জীবনের উপরে আলোচনাপূর্বক বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান, এম এ জলিল, কনক রহমান, মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, ইয়াসিন আরাফাত রুমী, রকিবুল ইসলাম মতি, সাদ আহমদ খান, আনিছুর রহমান কবির, আওয়াল শেখ, রাজু আহমেদ, মারুফ মিনা।

সভায় বক্তরা বলেন, সুবীর রায় ছিলেন এক সৎ ও নির্ভিক সাংবাদিক। অনুসন্ধানী ও ক্রাইম সংশ্লিষ্ট সাংবাদিকতায় তিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন। সংগঠনের সদস্যরা তার আত্মার শান্তি কামনা করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর সুবীর রায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।