UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ৭, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সদস্যদের সম্মানার্থে এক ইফতার মাহফিল গতকাল রবিবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলপূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ, শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল, সদস্য আবু হেনা মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, আলমগীর হান্নান, বিমল সাহা, এস এম নূর হাসান জনি, ইয়াছিন আরাফাত রুমী, রকিবুল ইসলাম মতি, আনিসুর রহমান কবির, রাজু আহমেদ, মারুফ মিনা ও আওয়াল শেখ।

অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ এসোসিয়েশনের সদস্যদের কল্যাণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। একই অনুষ্ঠানে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর কুমার রায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।