UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতির পদত্যাগ

usharalodesk
ডিসেম্বর ১০, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন।ফলে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান চেম্বারের প্যাডে লিখিতভাবে স্বাক্ষর করে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

খুলনা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ আতিয়ার রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চেম্বারে এসে কমিটি বিলুপ্ত ঘোষণার দাবি জানিয়ে সেখানে অবস্থান নেন। এবং এক পর্যায়ে কমিটি বিলুপ্ত করা না হলে, চেম্বারের গেটে আন্দোলনকারীরা তালা লাগিয়ে দেওয়ারও হুমকি দেন। যার পরিপ্রেক্ষিতে স্ব-ইচ্ছায় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সবার পক্ষ থেকে আমি পদত্যাগ করেছি। পর্ষদও ভেঙে দিয়েছি। কমিটি বিলুপ্ত করার পাশাপাশি দায়িত্বভার সচিবের ওপর দেওয়া হয়েছে। তিনি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক কাজী মাসুদুল ইসলাম, এমএ মতিন পান্না, সচিব নুর রোকসানা বানু। বৈষম্যবিরোধী ছাত্র নেতা নাজমুল হাসান ইমরান, রুমি রহমানসহ আরও অনেকে।

ছাত্র আন্দোলনের নেতা নাজমুল হাসান ইমরান জানান, খুলনা চেম্বার অব কমার্স পরিচালনার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসক নিয়োগের ব্যবস্থা করা হবে।

 উল্লেখ্য, ২০২৩ সালের ২০ এপ্রিল দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল হক ষষ্ঠ বারের মতো সভাপতি নির্বাচিত হন।

ঊষার আলো-এসএ