UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা চেম্বার অব কমার্সের সভাপতির নিকট চাঁদা দাবীর ঘটনাটি সঠিক নয়

koushikkln
আগস্ট ১৩, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানিত সভাপতি কাজি আমিনুল হক এর কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়। কয়েকটি পত্রিকায় সভাপতির উদ্ধৃতি প্রকাশ করা হয়। চাঁদা দাবির এই তথ্য সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যা। এ বিষয়ে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কোনো সংবাদ মাধ্যমে বক্তব্য বা বিবৃতি দেননি।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ ধরণের মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। পাশাপাশি গত জুলাই মাস থেকে গুরুতর শারীরিক অসুস্থতায় বিদেশী চিকিৎসাধীন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মহোদয়ের আশু সুস্থতা ও রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের সচিব নূর রুখসানা বানু।