UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা আ.লীগের সভায় উপজেলা সম্মেলনসহ গুরুত্বপূর্ণ গ্রহণ

koushikkln
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে  ২৮ ফেব্রুয়ারি সোমবার জেলার দলীয় কার্যালয়ে বর্ধিত ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে বেলা ১১ ঘটিকায় বর্ধিত  সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।

বক্তব্য দেন সহ-সভাপতি এ্যাড. সোহরাব আলী সানা, এ্যাড. কাজী বাদশা মিয়া, এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, পঞ্চানন বিশ্বাস(হুইপ) এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, আব্দুস সালাম মুর্শিদি এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, অধ্যাঃ এ্যাড. নিমাই চন্দ্র রায়, মোঃ রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদকবৃন্দ সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, এস এম খালেদীন রশীদী সুকর্ণ, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী কেরামত আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোকলেসুর রহমান বাবলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, সদস্যবৃন্দ যথাক্রমে ননী গোপাল মন্ডল, খান নজরুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, আশরাফুল আলম খান, শেখ আকরাম হোসেন, শেখ আবুল হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, জিএম মহসিন রেজা, কামাল উদ্দিন বাদশা, অসিত বরণ বিশ্বাস, অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, ফারহানা হালিম, মোসাম্মৎ সামসুন্নাহার, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ আজগর বিশ্বাস তারা, নান্টু রায়, মোঃ জামিল খান, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,এফ এম অহিদুজ্জামান,শেখ কামরুল হাসান টিপু, মোল্লা আকরাম হোসেন, দিলিপ হালদার, কে এম আলমগীর হোসেন, সরদার আবুল কাশেম ডাবলু, বিনয় কৃষ্ণ রায়, শাহানেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, এস মৃনাল হাজরা, নিশীত রঞ্জন মিস্ত্রী, মানিকুজ্জামান অশোক, হোসনে আরা চম্পা, নাজনীন নাহার কনা, শেখ মোঃ আবু হানিফ, এস এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মমতাজ শিরিন ময়না, আজাদুর রহমান হিরক, শাহিনুর রহমান শাহিন, আসাদুজ্জামান কচি, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমুখ।
বর্ধিত সভা শেষে বিকাল ৪ ঘটিকায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী বক্তব্য প্রদান করায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার এবং তাকে নিয়ে আওয়ামী লীগসহ সকল সহযোগী সাংগঠনের নেতা কর্মীদের সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহবান জানানো হয়।
সভায় আগামী ২৮ মার্চ দাকোপ উপজেলা, ৩০ মার্চ কয়রা উপজেলা এবং ৩১ মার্চ ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
সভায় আগামী ৭  দিনের মধ্যে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া মার্চ মাসের সকল জাতীয় দিবস ও দলীয় কর্মসূচি যথাযথ ভাবে পালন করার জন্য জেলার আওতাধীন সকল শাখা কমিটিকে আহবান জানানো হয়।
সকল কর্মসূচিতে স্ব স্ব উপজেলায় অবস্থিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাননীয় জাতীয় সংসদ সদস্যগন এবং উদ্ধর্তন নেতৃবৃন্দের সমন্বয়ে পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।