UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা জেলা ও মহানগর জেএসডি’র কাউন্সিলে স্বাধীনতার পতাকা উত্তোলক

pial
নভেম্বর ২২, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১.৩০ ঘটিকায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, খুলনা জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হইবে।

সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের প্রশ্নে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করার লক্ষে এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা এ্যাড. সানোয়ার হোসেন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহামুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেন বেলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। সভায় সভাপতিতত্ব করবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি লোকমান হাকিম।

(ঊষার আলো-এফএসপি)