খুলনা জেলা কারাগারে আক্তার শিকদার (৪৪) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি খুলনার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের বাসিন্দা কেরামত শিকদারের পুত্র।
খুমেক হাসপাতালের সূত্রে জানা যায়, খুলনা জেলা কারাগারে বিস্ফোরক মামলার আসামি আক্তার শিকদার। যার হাজতী নং ৬৭০/২৫। সে তেরখাদায় একটি বিস্ফোরক মামলায় যার নং ২ তারিখ, ৪-১১-২৪ আটক হয়ে জেলা কারাগারে ছিলেন। আজ রোববার দুপুর সে কারাগারে স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। এ সময় কারাগারের কর্তৃপক্ষ কারারক্ষীদের মাধ্যমে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে।