দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের হামলা-মামলা, খুন-গুম, গণগ্রেফতার-পুলিশ হেফাজতে নির্যাতন, শারিরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ী ভাঙচুর, আত্মীয়-স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল ও র্যালি করেছে খুলনা জেলা ছাত্রদল। ছাত্রদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশী বাঁধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সোমবার দুপুরে পালন করেছে নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক জিএম শহিদুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ মিছিলের পর সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচন নামক বানর খেলার নির্বাচনকে দেশবাসীসহ সকল ছাত্রসমাজকে প্রত্যাখান করার আহবান জানান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মশিউর রহমান সফিক, আনিসুর রহমান, হেলাল উদ্দিন, ফিরোজ আহম্মেদ আদল, মিল্টন রায়, খান ইমরান হোসেন, কাজী জাকারিয়া, মনিরুজ্জামান সোহাগ, আবু জাফর, আলামীন শেখ, ইসমাইল হোসেন খান, ইসরাইল বাবু, জাহিদুল ইসলাম, শেখ আতিকুজ্জামান অপু, আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাসান, শেখ তামীম, ইভান গাজী, তাসকিন আহম্মেদ শান্ত, সাব্বির হোসেন বাবু, সাইদ রানা, ইয়াসিন আরাফাত, আরিফিন আরিফ, নাহিদ, সফিকুর রহমান, নাইমুল ইসলাম নাইম, সাদ্দাম হোসেন, রাজা আহম্মেদ বুলবুল ও সাকিব হাসান প্রমুখ।।