UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা নগরীতে নক্ষত্র মানব কল্যাণ সংস্থা’র ‘লিগ্যাল এ্যামপাওয়ারমেন্ট

pial
জুন ২২, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : খুলনা মহানগরীতে লিগ্যাল এ্যামপাওয়ারমেন্ট জেন্ডার ডাউভারসিটি(এলইজিডি) প্রকল্প বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) সকালে নগরীর এক হোটেলে ‘মানব কল্যাণে নিবেদিত প্রাণ’ নক্ষত্র মানব কল্যাণ সংস্থার আয়োজনে সরকারী ও বেসরকারী সংস্থার সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংস্থার এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে নারী, কিশোরসহ লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠীর আইনী সক্ষমতা বৃদ্ধি, লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠির আইনী পরামর্শ, প্রাপ্তি ও আইনী সহায়তা প্রদান, কমিউনিটি বেজ অর্গানাইজেশন(সিবিও) এর রেজিষ্ট্রেশন ও সক্ষমতা বৃদ্ধি, লক্ষ্যিত জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে তৃনমূল পর্যায় থেকে এ্যাডভোকেসি করা, সরাসরি ব্লাস্ট এলইজিডি প্রকল্পের অধীনে জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারী ও বেসরকারী সংস্থার সাথে এই জনগোষ্ঠীর সমস্যা ও সমাধান নিয়ে এ্যাডভোকেসি করা। সেখানে লক্ষ্যিত জনগোষ্ঠির সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরতে পারে এবং সেটার সমাধান পেতে পাওে, বিভিন্ন দিবস উদযাপনের শধ্য থেকে সমাজের সর্ব স্তরের মানুষের মাঝে এই জনগোষ্ঠীর সম্পর্কে ইতিবাচক ধারনা সৃষ্টি করা, এই জনগোষ্ঠীকে বিভিন্ন এডুকেশন ও মোটিভেশনাল সেশনের দ্বারা আত্ম নির্ভরশীল হিসাবে গড়ে তোলা, পরিবারের সদস্যদেও সাথে এই জনগোষ্ঠীর প্রতিনিধি আলোচনা করবে যেন পরিবার থেকে তারা বিচ্ছেদ না হয়। বৈষম্য এবং পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত না হয়, লিফলেট বিতরনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি কর ও সিবিও শক্তিশালী করে গড়ে তোলা যেন কমিউনিটি সদস্যদেও ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক ভ’মিকা পালন করতে পারে।

আলোচনা সভায় নক্ষত্র মানব কল্যাণ সংস্থার সভাপতি ও সিবিও সমন্বয়কারী পাখি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন।
এছাড়াও আলোচনা সভায় সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন এবং তাদের অভিমত ও পরামর্শ প্রদান করেন।

(ঊষার আলো-এফএসপি)