UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা পূজা পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তদের শিব ঠাকুরের পূজা-অর্চনা

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাবা তারকেশ্বর দিবসে ঐতিহাসিক জোড়া শিব মন্দির

ঊষার আলো ডেস্ক : বাবা তারকেশ্বর দিবসে খুলনার ঐতিহাসিক জোড়া শিব মন্দিরে সোমবার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে দিনব্যাপী শিব ঠাকুরের ভক্তগণ উপবাস থেকে বাবার মাথায় জল প্রদানসহ পুষ্প, বিল্লপত্র, ফলফলাদি, মিষ্টি ও বিভিন্ন উপকরণসহ পূজা-অর্চনা করেন। সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ, মহানগর আওতাধীন বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বাবার মাথায় জল প্রদানসহ পূজা-অর্চনা করেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবারের তারকেশ্বর দিবসে ঐতিহাসিক জোড়া শিব মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে বাবার মাথায় জল প্রদানসহ পূজা-অর্চনা করা হয়। এ সময় সকল ভক্তগণ করোনা মহামারী থেকে দেশবাসী ও বিশ্ববাসীকে রক্ষার জন্য বাবার নিকট প্রার্থনা করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, জোড়া শিব মন্দির কমিটির সভাপতি দেবীপ্রসাদ ঘোষ, সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, শিবু ভক্ত, অলোক কুণ্ডু, পিযূষ কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, দৌলতপুর থানা সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, উজ্জ্বল ব্যানার্জী, রাজদীপ ঘোষ, সুশান্ত ব্যানার্জী, মুকেশ রাম, প্রফুল্ল দেবনাথ, অশোক বাহাদুর, প্রদীপ পাল, তপন চৌধুরী, সাধনা চৌধুরী, রিতা দত্ত, রাধা বাহাদুর প্রমুখ। পূজায় পৌরহিত্য করেন জোড়া শিব মন্দিরের প্রধান পুরোহিত ভোলা কাঞ্জিলাল ও তাকে সহযোগিতা করেন পুরোহিত এলিন গাঙ্গুলী। পূজান্তে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

(ঊষার আলো-এমএনএস)