UsharAlo logo
রবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ঊষার আলো ডেস্ক
মার্চ ২৬, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু ও আব্দুর রাজ্জাক রানা, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য শেখ লিয়াকত হোসেন ও একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ হাসানুর রহমান তানজিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, দেবব্রত রায়, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মো. রকিবুল ইসলাম মতি, রিংটন মন্ডল, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন, তুফান গাইন ও শাহানা পারভীন শিল্পীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ঊআ-বিএস