UsharAlo logo
শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর

pial
ডিসেম্বর ২৮, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আগামীকাল ২৯ ডিসেম্বর ২০২২ (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে ।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র  তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এবং বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক খন্দকার ইয়াসির আরেফীন।

বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সূচি অনুযায়ী বেলা ১২টায় একই স্থানে শুধুমাত্র ক্লাবের স্থায়ী সদস্যদের অংশগ্রহণে বিজনেস সেশন অনুষ্ঠিত হবে।
এছাড়া বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সন্ধ্যা ৬টায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতি অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। গেস্ট অব অনার থাকবেন এ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অব ইন্ডিয়া ইন্দ্রজিত সাগর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

সাধারণ সভাসহ সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং পরিচালনা করবেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

খুলনা প্রেসক্লাবের সদস্যসহ সংশ্লিষ্টদের সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)