UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা প্রেসক্লাবের বিশেষ স্মরণিকা ‘তুমি বাংলার ধ্রæবতারা’র মোড়ক উন্মোচন

koushikkln
জুলাই ২, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ‘তুমি বাংলার ধ্রæবতারা’ নামের বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (০২ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীল বালু মিলনায়তনে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে ‘তুমি বাংলার ধ্রæবতারা’ নামের স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘তুমি বাংলার ধ্রæবতারা’ স্মরণিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন শেষে উদ্বোধন করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম, মোঃ শাহ আলম, সোহরাব হোসেন ও শেখ মো: সেলিম, সদস্য মোঃ হুমায়ুন কবীর,  বাপ্পী খান, ওয়াহেদ-উজ-জামান বুলু,  দেবনাথ রনজিৎ কুমার, দেবব্রত রায়, আসাদুজ্জামান খান রিয়াজ, এস এম নূর হাসান জনি, মো: আমিরুল ইসলাম, কৌশিক দে, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ কামরুল আহসান, শেখ শামসুদ্দীন দোহা, মোহাম্মদ মিলন, শেখ আল এহসান, মো. খায়রুল আলম,  সুমন আহমেদ, জয়নাল ফরাজী, আব্দুস সাত্তার, গোলাম মোস্তফা, দিলীপ কুমার বর্মন, রিংটন মন্ডল, মোঃ মাহফুজুল আলম (সুমন), অস্থায়ী সদস্য রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, নাজমুল হক পাপ্পু, ড. সাহিদা খানম, তিতাস চক্রবর্তী, মোঃ হেলাল মোল্লা, এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, মিলন হোসেন, মোঃ রফিক আলী, মোঃ কলিন হোসেন আরজু, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।