ঊষার আলো ডেস্ক : খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সেজো ভাই স্থানীয় ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক এস এম মনিরুল ইসলাম ময়না(৫৭) শনিবার (১২ নভেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে ঢাকাস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে খুলনা প্রেসক্লাবের সভাপতি’র ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এছাড়া অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ।