UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তফা জামাল পপলু’র সুস্থ্যতা কামনা

ঊষার আলো
মে ১৯, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু বুধবার (১৯ মে) দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ-তে নেয়া হয়। পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামে তার হার্টের একটি ব্লক ধরা পড়ে। সেখানেই তার হার্ট ব্লকেজের কারণে রিং পড়ানো হয়।
তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

(ঊষার আলো-এমএনএস)