খুলনা প্রেসক্লাবের উদ্যোগে সদস্যদের নিয়ে জাকজমকপূর্ণভাবে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল,ক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, আহমদ মূসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, শিবসা চ্যালেঞ্জার্স দলের টিম ওনার ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, কপোতাক্ষ রয়েলস দলের টিম ওনার ও সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম, ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের আহবায়ক এম এ হাসান, সদস্য সচিব মোহাম্মদ মিলন, ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, রকিবুল ইসলাম মতি, শেখ মাহমুদ হাসান সোহেল, মো. রাশিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।
শুক্রবার টুর্নামেন্টের দুইটি খেলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় শিবসা চ্যালেঞ্জার্স ৮ উইকেটে কপোতাক্ষ রয়েলস দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কপোতাক্ষ রয়েলস ৪ উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শেখ আজিজুর রহমান (তন্ময়) ৪৬ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া এস এম ইয়াসীন আরাফাত (রুমী) ৩৯ বলে ২১ রান এবং নূর ইসলাম রকি ১৮ বলে ১০ রান করেন। শিবসা চ্যালেঞ্জার্স দলের হয়ে মো. হেলাল মোল্লা ও এজাজ আলী ১টি করে উইকেট নেন। ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে শিবসা চ্যালেঞ্জার্স জয়ের দেখা পায়। বিজয়ী দলের পক্ষে মো. হেলাল মোল্লা মাত্র ২৩ বলে ৪৩ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
দিনের অপর খেলায় রূপসা রাইডার্স ৩ উইকেটে ভৈরব কিংস দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ভৈরব কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। দলের পক্ষে ইমাম হোসেন সুমন ৪৮ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। এছাড়া আরাফাত হোসেন অনিক ৩৬ বলে ২০ রান ও বেল্লাল হোসেন সজল ৯ বলে ১৮ রান করেন। রূপসা রাইডার্সের বিমল সাহা, আহমদ মুসা রঞ্জু ও আল মাহমুদ প্রিন্স ২টি করে উইকেট নেন।
১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে রূপসা রাইডার্স ১৯.৩ ওভারে ১৩৭ রান করে জয়ের দেখা পায়। বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ মিলন ৬০ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন। এছাড়া বিমল সাহা ১০ বলে ১৭ করেন। ভৈরব কিংস দলের জাকারিয়া হোসেন তুষার ২ উইকেট নেন। বিজয়ী দলের মোহাম্মদ মিলন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) এমই মাঠে প্রথম খেলায় সকাল ৯টায় ভৈরব কিংস বনাম শিবসা চ্যালেঞ্জার্স একে অপরের প্রতিদ্ব›িদ্বতা করবে। এছাড়া দুপুর ১টায় রূপসা রাইডার্স বনাম কপোতাক্ষ রয়েলস এক অপরের মুখোমুখি হবে। এবারের টুর্নামেন্টে মোট ৪টি টিম অংশ নিয়েছে। লিগ পর্যায়ের খেলা শেষে শীর্ষে থাকা দুই দলের মধ্যে আগামী ২৬ জানুয়ারি খুলনা জেলা স্টেডেয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।