UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বাইপাসে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

koushikkln
মে ২৭, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনা বাইপাস সড়কের জয়বাংলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ সজিব (২০) নামে মোটরসাইকেল আরহী এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭মে) রাত ৮টার দিকে খুলনা বাইপাস সড়কের মারিয়া পাম্পের সামনে এঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল চালক অপর যুবক একটি ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে পেছন থেকে পড়ে যায় সজিব। এসময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সজিব লবনচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার আমজাদ হোসেনের পুত্র। এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এমনকি এরিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল চালকের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মোটরসাইকেল চালক আহত হয়েছে কি’না সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঊআ-বিএস