UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিএসটিআই’র ১৩টি ভ্রাম্যমান আদালতে ২১টি মামলা

koushikkln
জুলাই ৫, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ওজন ও পরিমাপ কারচুপি,অবৈধ পরিমাপক যন্ত্র ব্যাবহার,উৎপাদিত মোড়কজাত পন্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদবিহীন পন্য বাজারজাত করণ ও উৎপাদিত পন্যের এসটিআই’র মান সনদ না থাকা এবং অবৈধ মানচিহৃ ব্যাবহার করে ব্যাবসা পরিচালনার দায়ে বিএসটিআই’র সার্ভিল্যান্স টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । চলতি বছরের জুন মাসে এসব অভিযান চালানো হয়।

এ সময় বিভাগের খুলনা,বাগেরহাট,সাতক্ষীরা,যশোর,কুষ্টিয়া,মাগুরা,নড়াইল.ঝিনাইদহ.চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় জুন মাসে ১৩টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১টি মামলা ও দুই লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে  প্রতিষ্ঠানের সার্ভিল্যান্স টিমের সদস্যরা ।

এছাড়াও  খুলনা বিভাগের ১০টি জেলায় ৩২টি  সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ৩টি নিয়মিত মামলা দায়ের করে ।  এই সকল অভিযানে নেতৃত্বে দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)র খুলনার সহকারী পরিচালক মোঃ মোন্নাফ হোসেন এর নেতৃত্বে পরিদর্শক টিম। বিএসটিআই’র নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে এ সার্ভিল্যান্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি ।