UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময়

koushikkln
জুলাই ১৯, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনায় সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টায় নগরীর বয়রায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের ফলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পুরণ হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে এসেছে আমুল পরিবর্তন। আগামীতে এ অঞ্চলের আরও উন্নয়ন হবে প্রত্যাশা ব্যক্ত করে তিনি পদ্মা সেতুসহ খুলনার বিভিন্ন সমস্য তুলে ধরে তার দাবি পুরণে বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যক্রমের ভুয়াসি প্রসংশা করেন। এছাড়া তিনি সংগঠনের যে কোন কার্যক্রমের সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু ও মো. আব্দুল হামিদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম ভুট্রো, শেখ শহিদুল ইসলাম, নারী নেত্রী কবিতা আহমেদ, শারমিন আক্তার, মো. জাবেদ আকতার, মো. তারেক রহমান, মো. জিসান প্রমুখ।