UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগে আরও ৪৫ জনের প্রাণহানি, আক্রান্ত ১২৭৮

ঊষার আলো
জুলাই ২৫, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরও ৪৫ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও এক হাজার ২৭৮ জনের দেহে।

রোববার (২৫ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ মৃত্যু ১৫ ও আক্রান্ত ২৬০ জন, খুলনা জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছেন ১৯৭ জন, বাগেরহাটে মারা গেছেন ২ জন ও আক্রান্ত হয়েছেন ১১৫ জন, সাতক্ষীরায় মারা গেছেন এক জন ও আক্রান্ত হয়েছেন ৬১ জন, যশোরে মারা গেছেন ৬ জন ও আক্রান্ত হয়েছেন ১৩৬ জন, নড়াইলে মারা গেছেন ১ জন ও আক্রান্ত হয়েছেন ৩৪ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ১ ও আক্রান্ত ৬৯ জন এবং মেহেরপুরে মৃত্যু ৩ ও আক্রান্ত হয়েছেন ৫৩ জন, মাগুরায় মারা গেছেন ৩ জন ও করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের এবং ঝিনাইদহে ২ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছেন ২৭৯ জন।

(ঊষার আলো-আরএম)