UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগে আরও ৪৮ মৃত্যু

ঊষার আলো
জুলাই ১৩, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৮৮ জন। এর আগে ১২ জুলাইও বিভাগে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছিলো।

মঙ্গলবার (১৩জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে । বাকিদের মধ্যে যশোরে ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, মেহেরপুর এবং নড়াইলে ৩ জন করে, চুয়াডাঙ্গায় ২ জন, বাগেরহাট ও সাতক্ষীরায় ১ জন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে ১ম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগে ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৭৮০ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৬৮৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ১১১ জন।

(ঊষার আলো-্আরএম)