ঊষার আলো প্রতিবেদক : খুলনা বিভাগ জুড়ে মাদক ছেয়ে গেছে। প্রতি মাসে গড়ে ১০ জেলায় ৭শ মামলা দায়ের হচ্ছে। গত মাসে বিভাগে ৩৫টি বিভিন্ন শ্রেণির আদালতে মাদক মামলায় সাজার চেয়ে খালাসের পরিমান বেশি। মাদক মামলায় স্বাক্ষী খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাক্ষীর অভাবে বেশিরভাব মামলাই খালাস হয়ে যাচ্ছে। একই সাথে স্বাক্ষীর অভাবে মামরা নিস্পত্তিতে বিলম্ব হচেছ।
খুলনা আঞ্চলিক টাস্কফোর্সের সভায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২৭ জুলাই বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আঞ্চলিক টাস্কফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, দক্ষিণাঞ্চলে বিয়ার, ফেনসিডিল, গাজা, ইয়াবা, ট্যাপেন্টাডল, হেরোইন, বুপেনরফাই ইনজেকশন, বিদেশী মদ ও তাড়ি নামক মাদকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মামলার মধ্যে শুধুমাত্র মে মাসে খুলনা বিভাগে ১৮৮টি মামলা এবং জুন মাসে ১৫৯টি মামলা নিষ্পত্তি হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়ের করা মামলায় ১৮২ জনের সাজা ও ৬জন খালাস পায়। বাংলাদেশ পুলিশের দায়ের করা মামলায় ১০৫ জনের সাজা ও ২১৪ জনের খালাস হয়। কেএমপির দায়ের করা মামলায় ৬১ জনের সাজা ও ৫৬ জনের খালাস হয়। মে-জুন মাসে ১০ জেলার টাস্কফোর্সের দায়ের করা মামলায় ২৭ জনের সাজা ও ৩১ জন খালাস হয়।
খুলনা বিভাগে জেলা টাস্কফোর্সের দায়ের করা মামলার মধ্যে ৮৮৫৭টি, কেএমপির দায়ের করা মামলার মধ্যে ৫ হাজার ৬৬টি, পুলিশের দায়ের করা মামলার মধ্যে ৪৭ হাজার ৭শ ৭৫টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দায়ের করা মামলার মধ্যে ৯ হাজার ৭৭টি মামলা বিচারাধিন রয়েছে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, মে-জুন মাসে মাদক মামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০ বছর আগে দায়ের করা মামলার তদন্তকারীরা অবসরে যাওয়া এবং তাদের সিম পরিবর্তন হওয়ায় তাদের স্বাক্ষ্য গ্রহণের তারিখ নিশ্চিত করা যাচ্ছে না। অনেক মাদক মামলার স্বাক্ষীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত ১৩ জুলাই খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মাদকের অধিকাংশ মামলায় স্বাক্ষীর আদালতে উপস্থিত হওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন।
এ সভায় খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম অভিমত দেন স্বাক্ষীর অনুপস্থিতিতে বেশকিছু মাদক মামলার নিষ্পত্তি হচ্ছে না। মামলা নিষ্পত্তিতে স্বাক্ষীদের উপস্থিত করার জন্য পুলিশ প্রশাসনকে তৎপর হতে হবে।