আওয়ামী লীগের সরকারের আমলে নির্বাচিত খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাহিদ হোসেন খান (৫০) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
কেএমপির ডিবি পুলিশ সোমবার (১০ ফেব্রুয়ারী) দিবাগত ভোর সাড়ে ৩টায় তাকে ছাত্তার বিশ্বাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার বাসিন্দা মৃত আনোয়ার হোসেন খানের পুত্র ও শাহাজান সাহেবের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। কেএমপি ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, জাহিদে হোসেনকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা রয়েছে। জাহিদ বিগত সরকারের আমলে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার মদদপুষ্ট সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে জাহিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।
ঊআ/বিএস