ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও খুলনা সরকারী মহিলা কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক সানজিদা আক্তার সোমার পিতা, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মিনা (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি দীর্ঘদিন খাদ্যনালীতে টিউমার জনিত রোগে আক্রান্ত থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর খুলনা ছোট বয়রা লোকস্ট কলোনির জামে মসজিদে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং গোপালগঞ্জ জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে দ্বিতীয় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মিনা’র মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার মরহুমের বিহেদী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। শোকবিবৃতি দাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।