UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ৩, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। সোমবার দুপুর পৌনে দুইটায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।
মাবনবন্ধনে বক্তারা বলেন, দলীয় বিবেচনায় এবং আলোচিত শেখ বাড়ির আর্শিবাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি বানিয়েছে। দুর্নীতিবাজ ভিসির তত্ত্বাবধায়নে যেভাবে বিশ্ববিদ্যালয় চালানো হচ্ছে আমরা চিকিৎসক সমাজ উদ্বিগ্ন।
বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বাতিল করতে চায় খুলনার জনগণ। তারা বলেন, একটি বিশেষ বাড়ির কোন নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না। মানববন্ধনে চিকিৎসকরা বিশ^বিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। না হলে সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ’র সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবুল। নাগরিক নেতা ও সাংবাদিক রকিবুল ইসলাম মতির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চিকিৎসক নেতা ও ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকারামুজ্জামান, খুলনা স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পি, ডা. আমান, ২৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মনিরুজ্জামান, এ বি এম জাকির, হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম নুর প্রমুখ।

ঊআ-বিএস